Saturday, September 21, 2024
Homeজাতীয়স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

নবদূত রিপোর্ট:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সূর্যোদয়ের পর থেকেই ঘর থেকে মানুষ বেরিয়েছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের ঢল নেমেছে।

শনিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেখা যায়, একের পর এক রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকরা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। সকালে সাধারণ মানুষের ভিড় একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো সৌধ।

শিশু কোলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন এনজিও কর্মী আব্দুল আহাদ। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। এই দিন থেকেই আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ৩০ লাখ বাংলা মায়ের দামাল ছেলে জীবন উৎসর্গ করেছেন। সেই যুদ্ধের ইতিহাস আমি আমার সন্তানকে জানাতে সৌধ প্রাঙ্গণে এসেছি।

আলমগীর নামে আরেকজন বলেন, গত বছর ২৬ মার্চ করোনার জন্য শ্রদ্ধা জানাতে আসতে পারিনি। এবার সুযোগ পেয়েছি, তাই সকাল সকাল ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা পোশাক কারখানায় কাজ করি। ইচ্ছা করলেই যখন তখন আসতে পারি না। আজ কারখানা ছুটি। তাই পুরো পরিবার নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি।

RELATED ARTICLES

Most Popular