নবদূত রিপোর্ট:
রমজান মাসকে স্বাগত জানিয়ে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর জমিয়তুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে এ মিছিল শুরু হয়।
ওয়াসার মোড় ঘুরে মিছিলটি কাজির দেউড়ি মোড়ে থামে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেয়। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেয় তারা। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করবো, যেন এই ধরনের কাজ যেন তারা না করেন। পণ্য মজুত করে কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না করা হয়। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সবার প্রতি আহ্বান জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদক মণ্ডলীর সদস্য মিনহাজুল আবেদীন সানি প্রমুখ।