Sunday, January 12, 2025
Homeসারাদেশযশোরের অভয়নগরে ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির বনভোজন অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে ভৈরব চিত্রা রিপোর্টার্স ইউনিটির বনভোজন অনুষ্ঠিত

বিলাল মাহিনী, যশোর :

যশোর জেলার অভয়নগর উপজেলার ভৈরব উত্তর-পুর্বাঞ্চলের এবং নড়াইলের চিত্রা নদীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গণমাধ্যম কর্মীদের সংগঠন ভৈরব- চিত্রা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১ এপ্রিল ২০২২ শুক্রবার উপজেলার ভাটপাড়া আনন্দ ভুবন শিশুপার্ক ও পিকনিক স্পটে সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত ভৈরব-চিত্রা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক বিলাল হোসেন মাহিনীর পরিচালনায় উক্ত সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ভাটপাড়া পুলিশ তদন্ত-কেন্দ্রের আইসি ইন্সপেক্টর সামসুজ্জোহা, এস আই অভিজিৎ সিংহ রায়। এসময় ইউনিটির নব-গঠিত কমিটির সাথে অতিথিদের পারস্পরিক পরিচিতি ঘটে। নব-গঠিত কমিটির সভাপতি হলেন দৈনিক নওয়াপাড়ার স্টাফ রিপোর্টার এবং সাপ্তাহিক বার্তা বিচিত্রার অভয়নগর উপজেলা প্রতিনিধি মো: আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ইরান, সিনিয়র সহ-সভাপতি বাবলুর রহমান, সহ-সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম-সম্পাদক বিলাল হোসেন মাহিনী, সহ-সম্পাদক কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমেদ মাসুম, কোষাধ্যক্ষ সব্যসাচী বিশ্বাস, দপ্তর সম্পাদক প্রণয় দাস, প্রচার ও আইসিটি সম্পাদক তরুন সরদার, ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুল ইসলাম,সদস্য মুরাদ হোসেন, সরদার রবিউল ইসলাম এবং সাবেরুল হক ও রমেশ সরকার প্রমুখ।

পরিচিতি শেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

RELATED ARTICLES

Most Popular