Saturday, December 28, 2024
Homeআন্তর্জাতিকশ্রীলংকায় জাতীয় সরকার গঠনের আহ্বান

শ্রীলংকায় জাতীয় সরকার গঠনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

স্বাধীনতার পর নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানালেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

এর আগে দেশটির সব মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাছাড়া দর পতন হওয়ায় দেশটির শেয়ারবাজারের কার্যক্রমও বন্ধ রয়েছে।

রাজাপাকসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, জাতীয় প্রয়োজনেই ঐক্যের সরকার প্রয়োজন। সময় এসেছে দেশের সব নাগরিক ও ভবিষৎ প্রজন্মের জন্য এক হয়ে কাজ করার।

এতে বলা হয়, চলমান জাতীয় সংকট মোকাবিলায় সংসদে প্রতিনিধিত্ব করা সব রাজনৈতিক দলকে একত্রে কাজ করার আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট।

এর আগে গোতাবায়া রাজাপাকসেকে সর্বদলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেন  দেশটির সাবেক শিল্পমন্ত্রী উইমাল উইরাওয়ানসা। রোববার পার্লামেন্টের ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব দেন তিনি।

RELATED ARTICLES

Most Popular