Tuesday, February 25, 2025
Homeজাতীয়২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

২০ রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

নবদূত রিপোর্ট:

তৈরি পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস আগামী ২০ রমজানের মধ্যে দেওয়ার আহবান জানিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

সোমবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আইবিসির পক্ষ থেকে সরকার এবং পোশাক মালিকদের কাছে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু। এতে স্বাগত বক্তব্য দেন আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে শ্রম আইন সংশোধনী কমিটিতে আইবিসির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং পোশাক খাতের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাজু তার বক্তব্যে বলেন, কিছু পোশাক মালিকরা প্রতি বছরই শ্রমিকদের মজুরি না দিয়ে ঈদের আগে পালিয়ে যায়। আবার কেউ কেউ শ্রমিকদের প্রাপ্ত বেতন ও বোনাস দিতে টালবাহানা করেন। এতে শ্রমিকদের ঈদ আনন্দ মাটি হয়ে যায়। এবার যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

RELATED ARTICLES

Most Popular