Saturday, January 4, 2025
Homeজাতীয়২০ রোজার মধ্যে বোনাস পাবেন পোশাক শ্রমিকরা

২০ রোজার মধ্যে বোনাস পাবেন পোশাক শ্রমিকরা

নবদূত রিপোর্ট:

পোশাক কারখানার শ্রমিকদের ২০ রোজার মধ্যে বোনাস এবং ঈদের ছুটির আগে এপ্রিল মাসের প্রথম ১৫ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাসের বিষয়ে ত্রিপক্ষীয় পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়।

শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি-টিসিসি) এর ১২তম সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, সব শ্রমিককে ২০ রোজার মধ্যে বেতন এবং ঈদের ছুটির আগে ১৫ এপ্রিল পর্যন্ত সময়ের বেতন দিতে হবে মালিকদের। তবে জরুরি রফতানি থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা।

RELATED ARTICLES

Most Popular