Saturday, September 21, 2024
Homeজাতীয়পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন

নবদূত রিপোর্ট:

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, বুধবার ইসলামাবাদের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠান বঙ্গবন্ধুকন্যা। অভিন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের অভিন্ন সুবিধা অর্জনে চ্যালেঞ্জ মোকাবেলায় সমগ্র অঞ্চলকে একসঙ্গে কাজ করতে হবে।

জানা যায়, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠানোর ক্ষেত্রে চূড়ান্ত বার্তার অপেক্ষায় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চূড়ান্ত বার্তা বা সবুজ সংকেত পাওয়া মাত্রই শুভেচ্ছা বার্তা পাঠানো হবে।
ইতমধ্যে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারতের প্রধানমন্ত্রী টুইটারে শাহবাজকে অভিনন্দন জানান। অন্যদিকে শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই তাকে ফোনে করে অভিনন্দন জানান এরদোয়ান।


নানা নাটকীয়তার পর শনিবার রাতে জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। দেশটির ইতিহাসে তিনি প্রথম কোনো প্রধানমন্ত্রী, যিনি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নিয়েছে।


সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ।

RELATED ARTICLES

Most Popular