নবদূত রিপোর্ট:
অর্থের অভাবে মেডিকেলে ভর্তির শঙ্কায় থাকা মো. ইকতার আলীর ভর্তির দায়িত্ব নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।
নুর বলেন, দেশের অদম্য মেধাবীরা অর্থের অভাবে ঝড়ে পড়বে এটি মেনে নেওয়া যায় না। এ ধরনের মেধাবীরা দেশের সম্পদ। ইকতারের সাথে আমি কথা বলেছি। তার ভর্তি হতে ২২ হাজার টাকা লাগবে। এই টাকা আমি দেব। ভর্তি পরবর্তী বই-খাতা কিনতে যদি তার কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সেটিও আমি করার চেষ্টা করবো।
এ প্রসঙ্গে ইকতার বলেন, ডাকসুর ভিপি নুর ভাই আমাকে ফোন দিয়েছিলেন। তিনি আমার ভর্তির দায়িত্ব নিতে চেয়েছেন। তার এই অবদান আমি কোনোদিন ভুলব না। আল্লাহ তাকে নেক হায়ত দান করুন।
প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় সারাদেশের মধ্যে ২৭৮৬তম হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায় ইকতার।