Monday, December 23, 2024
Homeজাতীয়নিউমার্কেট সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৬ জনকে জিজ্ঞাসাবাদ

নিউমার্কেট সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের ৬ জনকে জিজ্ঞাসাবাদ

নবদূত রিপোর্ট:

রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের অন্তত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কলেজের শিক্ষক ও হোস্টেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ৬ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে। এর মধ্যে ২ জন শিক্ষার্থীকে তারা ছেড়ে দিয়েছে। ৪ জন তখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়ে ছিল বলে জানান তিনি।

গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ওই ঘটনার ছায়া তদন্ত করছে বলে জানা যায়।

RELATED ARTICLES

Most Popular