Saturday, September 21, 2024
Homeজাতীয়ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে যেদিন

ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে যেদিন

নবদূত রিপোর্টঃ

আগামী ২০ মে থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময়সূচি অনুযায়ী শুরু হতে যাচ্ছে হালনাগাদ কার্যক্রম।


ইসি সূত্রে জানা যায়, প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এরপর পর্যায়ক্রমে ছবি তোলা ও ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে।


অবশিষ্ট উপজেলা সমূহের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও জেলা নির্বাচন অফিসার স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রমের সময়সূচি নির্ধারণ করবেন।


এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের এবং বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তাদেরও নিবন্ধনের জন্য তথ্য সংগ্রহ করা হবে।

হালনাগাদ শুরুর পরবর্তী ৩ সপ্তাহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

RELATED ARTICLES

Most Popular