Tuesday, March 4, 2025
Homeজাতীয়পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে

পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে

নবদূত রিপোর্টঃ

পদ্মা সেতু জুন মাসের শেষে উদ্বোধন হচ্ছে। আশা করি, জুনের শেষ সপ্তাহের আগেই সেতু তৈরি হয়ে যাবে। উদ্বোধনের তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।


তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ও সেতুর নাম কী হবে এ বিষয়টি স্পষ্ট করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের পর সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময়  মন্ত্রিপরিষদ সচিব বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রী নিজেই আগামী ৫-৬ দিনের মধ্যে বিষয়টি ক্লিয়ার করবেন।

RELATED ARTICLES

Most Popular