Monday, December 23, 2024
Homeরাজধানীবিএনপি নেতাদের নৌকা দিয়ে নদী পার হতে বলেছেন: শাজাহান খান

বিএনপি নেতাদের নৌকা দিয়ে নদী পার হতে বলেছেন: শাজাহান খান

নবদূত রিপোর্টঃ

বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে। তাই আমি বলি, বিএনপির কেউ এবং খালেদা জিয়া দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। উনারা উঠলে পরে ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা ছাড়া উপায় নেই বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

শাহজাহান খান বলেন, শেখ হাসিনা সরকার শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন। তার কাছে বললে তিনি শুনবেন না, এটা আমি মনে করি না। শুধু শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধুও ট্রেড ইউনিয়নের পক্ষে কথা বলেছেন। তাই আমরা মনে করি, শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। আমরা যখনই কোনো বিষয়ে দাবি জানিয়েছি এই সরকার কাজ করেছে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলানায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular