Saturday, December 28, 2024
Homeজাতীয়বাংলাদেশ তার নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়: মো. তাজুল ইসলাম

বাংলাদেশ তার নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়: মো. তাজুল ইসলাম

নবদূত রিপোর্টঃ

বাংলাদেশ তার নিজস্ব নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়, শ্রীলঙ্কার নয়। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের উদাহরণ অযৌক্তিক ও বেমানান বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।


তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। মানুষের মাথাপিছু আয় ও ক্রয়ক্ষমতা বেড়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে অনেক উন্নত দেশ ও বিদেশি সংস্থা বিনিয়োগ করছে। তাই কোনো দেশ যদি সে দেশের অভ্যন্তরীণ পলিসির কারণে অর্থনৈতিক সংকটে পড়ে এবং একই অবস্থা অন‌্য একটি দেশের হবে–এটা বলা অনভিপ্রেত ও অযৌক্তিক।


আজ শুক্রবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ২ দিনব্যাপী বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০ ইন্টারন্যাশনাল কনফারেন্স: ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইমপ্লিমেনটেশন- এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

RELATED ARTICLES

Most Popular