অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিনালিসিমা। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার আসন্ন লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতালি। ফুটবল বিশ্বের চোখ এখন ল্যাটিন আমেরিকা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের এই দ্বৈরথে। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুই দল।
গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা।
যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হচ্ছে ম্যাচটি। এই ম্যাচে কোনো অতিরিক্ত সময়ের ব্যবস্থা রাখা হয়নি। অর্থাৎ নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসলে সরাসরি পেনাল্টি শুটআউটে চলে যাবে দুই দল। দুই কনফেডারেশন যৌথভাবে ম্যাচের রেফারি ও অফিসিয়ালদের নির্বাচন করবে।
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা শেষে ২০২১ সালে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসি। অপরদিকে ২০২০ সালে ইতালি জিতেছিল ইউরোর শিরোপা। এই ম্যাচে মাঠে নামার আগে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নামবে আর্জেন্টিনা। কারণ টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামবে মেসির দল। অন্যদিকে ২০২০ সালে ইতালি জিতেছিল ইউরোর শিরোপা। কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারিয়েছে ইতালি।