Tuesday, December 24, 2024
Homeআন্তর্জাতিকক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা আছে: ইমরান খান

ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা আছে: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ

ক্ষমতার ভরকেন্দ্রটি কোথায় ছিল, তা সবার জানা আছে। ইমরান খানের মতে, ইনস্টিটিউশনগুলো যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তবে পাকিস্তান ভেঙে তিন টুকরো হয়ে যাবে। এতে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দু অন্য কোথাও ছিল বলেই আভাস মিলেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে পারেননি ইমরান খান। যে কারণে ভালো কিছু করতে গেলেও বাধাপ্রাপ্ত হয়েছেন। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সত্য স্বীকার করে নিয়েছেন।


চলতি বছরের শুরুতে পার্লামেন্টের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ক্রিকেটে পাকিস্তনের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের ও প্রতিষ্ঠানগুলোর জন্য সমস্যা।

RELATED ARTICLES

Most Popular