Thursday, September 19, 2024
Homeরাজনীতিঢাবিতে ভ‌র্তিচ্ছু‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা ছাত্রদ‌লের

ঢাবিতে ভ‌র্তিচ্ছু‌দের ফু‌লেল শু‌ভেচ্ছা ছাত্রদ‌লের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৩ জুন) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে কাজী মোতাহার হোসেন ভবন কেন্দ্র ও শহিদ মিনার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা ভ‌র্তিচ্ছু‌দের সা‌থে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তারা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরিক্ষার খোঁজ-খবর নেন এবং শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে তাদের আহবান জানান। তবে এর আগের দিন ছাত্রদল ছাত্রলীগের হামলার আশঙ্কা জানালেও এমন কোন ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর দুপুর ১টার দিকে মৌন মিছিল সহকারে ক্যাম্পাসে ছেড়ে চলে যান ছাত্রদল নেতাকর্মীরা।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহবায়ক আখতার হোসেন, সদস্যসচিব আমানুল্লাহ আমান, যুগ্ন আহবায়ক আবু জাফরসহ ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আখতার হোসেন বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ভর্তিচ্ছু নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছি। শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে তাদের আহবান জানিয়েছি। আশঙ্কা থাকলেও আমরা ছাত্রলীগের বাধার সম্মুখীন হয়নি তবে পুলিশ একটু বাধা দেওয়ার চেষ্টা করছে। আগামী পরিক্ষায়ও তাদের সার্বিক সহযোগিতায় আমরা পাশে থাকব।

RELATED ARTICLES

Most Popular