Thursday, January 23, 2025
Homeজাতীয়সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুনে দগ্ধ ৭০

সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুনে দগ্ধ ৭০

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে ৬০-৭০ জন দগ্ধ ও আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ মে) এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ পরিদর্শক নুরুল আলম আশেক।

তিনি বলেন, সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬০ থেকে ৭০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

এর আগে শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

Most Popular