Sunday, September 15, 2024
Homeরাজনীতিদিনরাত এক করে প্রচারণার মাঠে প্রার্থীরা

দিনরাত এক করে প্রচারণার মাঠে প্রার্থীরা

নবদূত রিপোর্টঃ

কুমিল্লা সিটি নির্বাচনের প্রচারণার দশম দিনে এসেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করছেন কড়া সমালোচনা। সময় হাতে আছে আট দিন। ফলে দিনরাত এক করে প্রচারণার মাঠে প্রার্থীরা।

মিছিল-মিটিং আর প্রতিশ্রুতিতে ভাসছে কুমিল্লা সিটি করপোরেশন। তাই তো ভোটের আমেজে মাতোয়ারা কুমিল্লা সিটি।


আজ রোববার নগরীর সদর দক্ষিণ এলাকায় জনসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। নৌকা ও টেবিল ঘড়ির প্রার্থীকে লুটেরা মন্তব্য করে তিনি দাবি করেন ১৫ জুনের নির্বাচনে জয়ী হবে ঘোড়া।

চৌয়ারা বাজার এলাকায় গণসংযোগ করেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান তিনি। নৌকার প্রার্থী হাসানুল হক রিফাত তার প্রধান প্রতিদ্বন্দ্বী মন্তব্য করে নির্বাচনী প্রচারণার মাঠে দলীয় প্রভাব খাটিয়ে পেশিশক্তি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

RELATED ARTICLES

Most Popular