Wednesday, January 22, 2025
Homeরাজনীতিডিপোর মালিক মুজিবুর রহমানকে গ্রেফতারসহ চার দাবি ছাত্র অধিকার পরিষদের

ডিপোর মালিক মুজিবুর রহমানকে গ্রেফতারসহ চার দাবি ছাত্র অধিকার পরিষদের

সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কেমিক্যাল আমদানি ও সংরক্ষণের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ও নিরাপত্তার নীতি লংঘনের দায়ে ডিপোর মালিক মুজিবুর রহমানকে গ্রেফতার এবং  হতাহত ও তাদের পরিবারকে যথাযোগ্য ক্ষতিপূরণ প্রদানসহ চার দফা দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (৬ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটির নেতারা। তাদের অন্য দুইটি দাবি হলো- বন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতি ও অবহেলা নির্ণয়ের জন্য সুষ্ঠু তদন্ত এবং ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএম কনটেইনার ডিপোর মালিক কর্তৃপক্ষ কেমিক্যাল মজুদ করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেননি তাই এ বিস্ফোরণে মৃত্যুর জন্য অবশ্যই মালিক কর্তৃপক্ষ দায়ী। যারা ডিপোতে দায়িত্বরত ছিল তাদের দায়িত্বহীনতার শাস্তি নিশ্চিত করতে হবে৷ যারা আইনভঙ্গ করে সরকারী দলের ছত্রছায়ায় লাইসেন্সবিহীন শতশত কোটি টাকার অবৈধ রাসায়নিক মজুদ আমদানি করছে তাদের মুখ উন্মোচন করতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে৷

এছাড়াও আমরা দাবি জানাচ্ছি ডিপোতে আগুন ও বিস্ফোরণে নিহতদের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৫০ লক্ষ টাকা এবং নিহতদের ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাদের পড়াশোনা ও উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে৷

RELATED ARTICLES

Most Popular