Monday, December 2, 2024
Homeজাতীয়প্রগতিশীল ছাত্র সংগঠসমুহের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রগতিশীল ছাত্র সংগঠসমুহের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যা ৬.৪০ টার দিকে শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায় আহত হয়েছে বলে জানা যায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি জয়দীপ ভট্টাচার্য বলেন, আমরা শাহবাগে সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যাওয়ার পথে শাহবাগ থানার একটু সামনেই হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাথর দিয়ে আমাদের ওপর হামলা করে। এতে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়ের মাথা পেটে যায়। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার মাথায় ৮টি সেলাই লাগছে। এছাড়া আরও অনেকে আহত হয়েছে। আমরা এই হামলার তিব্র নিন্দা জানাই।

এর আগে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও বিচার দাবিতে সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বিএম কোম্পানির মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও বিচার, অগ্নিকাণ্ডে নিহত ও আহত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

RELATED ARTICLES

Most Popular