Wednesday, December 25, 2024
Homeজাতীয়কুমিল্লায় রিফাত-সাক্কুর হাড্ডাহাড্ডি লড়াই

কুমিল্লায় রিফাত-সাক্কুর হাড্ডাহাড্ডি লড়াই

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

৭২টি কেন্দ্রের বেসরকারি ফলে আরফানুল হক রিফাত ৩৩,৭৯৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর টেবিল ঘড়ি প্রতীকের সাক্কু ৩২,৩২২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৮টা ৬ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এ ফল ঘোষণা করেন। বাকি সব কেন্দ্রের ফল ঘোষণার প্রক্রিয়া এখনো চলমান আছে।

ঘোষিত ৭২ কেন্দ্রের ফলে ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার ১৭,৭৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular