Sunday, September 15, 2024
Homeআন্তর্জাতিকব্রিটিশ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ- বিপাকে বরিস জনসন

ব্রিটিশ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগ- বিপাকে বরিস জনসন

ব্রেকিং নিউজ
কনসারভেটিভ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এবং অর্থমন্ত্রী ঋষি সুনাক মঙ্গলবার সন্ধ্যায় আকস্মিকভাবে অল্প কিছু সময়ের ব্যবধানে তাদের পদত্যাগের কথা ঘোষণা করেন।এই পদত্যাগের ফলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি কনসারভেটিভ সরকারের সঙ্কট আরো গভীর হলো।
মি. জনসন এর আগে এতো বড়ো বিপদের মুখে কখনো পড়েন নি। এখন এই সঙ্কট কাটিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন কি না সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
যৌন অসদাচরণের অভিযোগে অভিযুক্ত একজন এমপি ক্রিস পিঞ্চারকে তার সরকারে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী জনসন দুঃখ প্রকাশ করার পর এই দুই মন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ান।
মি. পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর গত সপ্তাহে কনসারভেটিভ পার্টি থেকে তার এমপি পদ বাতিল করা হয়।
প্রধানমন্ত্রী জনসন স্বীকার করেন এমন একজন ব্যক্তি যে সরকারি চাকরির জন্য যোগ্য নন সেটা বুঝতে না পেরে তিনি ভুল করেছেন।
এর আগেও বরিস জনসনের বিরুদ্ধে কোভিড মহামারির বিধি-নিষেধ ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ ওঠেছে। এজন্য পুলিশ তাকে জরিমানাও করেছে।
এই দুই মন্ত্রী প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে লেখা পদত্যাগ পত্রে সরকার পরিচালনার মান বজায় রাখতে মি. জনসনের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

RELATED ARTICLES

Most Popular