Sunday, September 15, 2024
Homeসারাদেশযশোরের বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

যশোরের বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, যশোর :

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৫ জুলাই ) ভোরে এই অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে কায়বা বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা ক্যাম্পের নায়েব সুবেদার লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কায়বা ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার লিয়াকত আলীর নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে বিশেষ অস্ত্র চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। অভিযানের সময় দৌলতপুর গ্রামের রাস্তার পাশে একটি কলাবাগানে একটি ব্যাগের মধ্য থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন মালিকবিহীন উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular