Sunday, December 22, 2024
Homeজাতীয়ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে: পুলিশ মহাপরিদর্শক

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে: পুলিশ মহাপরিদর্শক

নবদূত রিপোর্টঃ

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবে। মহাসড়কে করিমন, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

একইসাথে ড. বেনজীর আহমেদ বলেন, কোরবানির পশু পরিবহনে রাস্তাঘাটে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। এ জন্য সজাগ ও সতর্ক থাকার জন্য পুলিশ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন আইজিপি। ড. বেনজীর কোরবানির পশুর হাট পরিদর্শনের জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন।


আইজিপি জানান, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো বা চেক করা যাবে না। পশুর হাটে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন তিনি।

আজ বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ২ দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

RELATED ARTICLES

Most Popular