Friday, December 27, 2024
Homeরাজনীতিবিএনপির সরকার পতনের আন্দোলন পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়

বিএনপির সরকার পতনের আন্দোলন পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না, তারা নাকি আবার সরকার পতন ঘটাবে’- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

শনিবার (৩০ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই। বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন। বিএনপির সরকার পতন আন্দোলন মানে, নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে। বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি। আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানেন না। বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিদ্রা ভাঙানোর দরকার সবার আগে।

RELATED ARTICLES

Most Popular