এক হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি লুটপাটের মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তার ছেলে হামজা শেহবাজকে তলব করেছে লাহোরের বিশেষ একটি আদালত।
অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের জন্য শনিবার আদালতে তাদের তলব করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে।
পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ২০২০ সালের ডিসেম্বরে শেহবাজ শরীফ ও হামজা শেহবাজের বিরুদ্ধে লাহোরের বিশেষ আদালতে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে চিনি কেলেঙ্কারির ওই মামলায় ১৬ বিলিয়ন রুপি পাচারে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
দ্য ডনের খবরে বলা হয়েছে, এই মামলায় ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী ও তার ছেলে আগাম জামিন পেয়েছেন। শেহবাজের আইনজীবী আমজাদ পারভেজ আদালতকে বলেছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শরীর ভালো নয়। যে কারণে তাকে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গতকাল বৈরী আবহাওয়া ছিল। তাই তিনি আজ আসেননি।