বিতর্ক যেন পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আউট না দেওয়ায় লাথি মেরে স্টাম্প ভেঙে ফেললেন সাকিব।
এবারের ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। শুক্রবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী বনাম মোহামেডানের ম্যাচে এমন বিতর্কিত কাণ্ড করলেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।
নিজের প্রথম ওভার করতে এসে আবাহনীর অধিনায়ক-উইকেটরক্ষক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন জানান সাকিব। কিন্তু আম্পায়ার জানান ‘নট আউট’। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে না পেরে সঙ্গে সঙ্গে রাগে লাথি মেরে স্টাম্প ভাঙেন মোহামেডান অধিনায়ক।
লিগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিতর্কের জন্ম দিলেন সাকিব। এর আগে জৈব-সুরক্ষা বলয় ভেঙে তিনি অনুশীলন করায় তদন্তের মুখে পড়ে তার ক্লাব মোহামেডান।
ম্যাচটিতে টসে জিতে সাকিবের ২৭ বলে ৩৭ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৫ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করছে আবাহনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.৫ ওভারে ৩ উইকেটে ৩১ রান করেছে মুশফিকের দল।