Monday, December 23, 2024
Homeরাজনীতি৮ আগস্ট ঘোষণা হবে গণতন্ত্র মঞ্চের রূপরেখা

৮ আগস্ট ঘোষণা হবে গণতন্ত্র মঞ্চের রূপরেখা

ভোলায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু এবং বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনায় ৭ দলীয় জোটের ‘গণতন্ত্র মঞ্চ’ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়া গণতন্ত্র মঞ্চের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। যা আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হবে।

সোমবার (১ আগস্ট) সন্ধ্যায় উত্তরায় জোটের শরিক আ স ম রবের বাসায় এক বৈঠকে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

জোটের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, বৈঠকে এক যৌথ প্রস্তাবে ভোলায় বিএনপির মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আগামী ৮ আগস্ট গণমন্ত্র মঞ্চের রূপরেখা প্রকাশ করা হবে। অনুষ্ঠানটি বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, প্রেসিডিয়াম সদস্য বহ্নি শিখা জামালী, আকবর খান, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, প্রেসিডিয়াম সদস্য আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular