বিলাল মাহিনী:
গাঙচিল খুলনার খানজাহান আলী শাখা কুয়েট রোডস্থ বঙ্গপ্রদীপ অডিটোরিয়ামে আয়োজন করে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা, দুইবাংলার কবিতা উৎসব ও লেখক সমাবেশের।
খানজাহানআলী গাঙচিল সভাপতি এস এম আবদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক শেখ আবদুল হালিম, প্রধান অতিথি গাঙচিলের কেন্দ্রীয় সিনিয়র কো চেয়ারম্যান সৈয়দ আশরাফ আলী, প্রধান আলোচক গাঙচিল নড়াইল জেলা শাখার সভাপতি এনায়েত আলী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন গাঙচিল নড়াইল জেলা শাখার সভাপতি মোঃ এনায়েত হোসেন, গাঙচিল খালিশপুর থানা শাখা সভাপতি আসিফ ইকবাল, গাঙচিল ফুলতলা উপজেলা শাখার সভাপতি রহিমা খানম, গাঙচিল খুলনা বিভাগের সাধারণ সম্পাদক ইব্রাহি মনির, দক্ষিণ বাংলা লেখক ফোরামের খুলনা বিভাগ সভাপতি শেখ আবু আসলাম বাবু ও ফুলতলা উপজেলা শাখা কমিটির সহ সভাপতি বিলাল মাহিনী।
অনুষ্ঠানে ভারতীয় অতিথি ছিলেন গাঙচিল কুচবিহার শাখার সভাপতি গাঙচিলের আজীবন সদস্য শ্রী অমল দাশ ও সাধারণ সম্পাদক সাজিনুর রহমান।
অনুষ্ঠানে কবিতা গান ও বক্তব্যে সকলকে উজ্জীবিত করেন মংলা উপজেলা গাঙচিলের দপ্তর সম্পাদক অসীত বরণ রায়, এস এম আমিনুর রহমান, শেখ গোলাম রসুল খোকন, সোহানা খান, প্রদীপ আচার্য্য, মিন্টু কুমার নন্দী, রাজীব হালদার, মোঃ শহীদুল ইসলাম, লুৎফুন্নেসা ফরহাদ, মোহনা আকতার, মোঃ হাদিউজ্জামান, এম এ গফফার, তানভীর আহম্মদ, মোজাফফর হোসেন, রেখা আলী, পিজিএল ইউনুস আলী, মোঃ ফারদিন, বীর মুক্তিযোদ্ধা মোহার দেওয়ানা, ফুলতলা উপজেলা কমিটির সহ সভাপতি বিলাল মাহিনী, শেখ মুনছুর আলী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই বিদেশি অতিথি শ্রী অমল দাশকে শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন ও অনুষ্ঠান উপস্থাপনা করেন গাঙচিল খানজাহানআলী থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোড়ল হাফিজুর রহমান।