Friday, November 15, 2024
Homeজাতীয়জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ও বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

শনিবার (৬ আগস্ট) সন্ধায় মশাল মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে নীলক্ষেত হয়ে হাতিরপুলে গিয়ে শেষ।


এসময় তারা- ‘তেল ছাড়া সরকার, আর নাই দরকার’  ‘বিদ্যুৎ ছাড়া সরকার, আর নাই দরকার’ ‘তেলের দাম বাড়ায় যারা, বাংলাদেশের শুত্রু তারা’ ‘আওয়ামী লীগ সরকার এই মুহূর্তে গদি ছাড়’ ‘তেল চোর সরকার, এই মুহূর্তে গদি ছাড়’ ‘এক টাকা বেশি দাম,  জনগন মানবে না’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এর আগে বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু রায়হান খান, ঢাকা মহানগর শাখার সভাপতি অনুপম রায় রুপকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular