Saturday, November 23, 2024
Homeজাতীয়দূরপাল্লার কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়লো ৪০ পয়সা

দূরপাল্লার কিলোমিটার প্রতি বাস ভাড়া বাড়লো ৪০ পয়সা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারনে বাস মালিকদের দাবির মুখে বাস ভাড়া বাড়ালো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএ’য়ের সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীর বিআরটিএ’র চেয়ারম্যান কার্যালয়ে পরিবহন নেতা, মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিআরটিএ’য়ের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। এবং মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

RELATED ARTICLES

Most Popular