শতভাগ আবাসন এবং মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
বুধবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘আমার বোনের সম্মানহানির বিচার চাই’, ‘চিকিৎসা কেন্দ্রের সেবা বাড়াতে হবে’ ‘ইবির সকল শিক্ষার্থীর নিরাপত্তা দিন’, ‘শতভাগ আবসিকতা চাই’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে ক্যাম্পাসসহ মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এ স্মারকলিপি গ্রহণ করেন।