Monday, January 27, 2025
Homeখেলামুশফিকের টি২০ তে ফেরার দাবিতে ভক্তদের অনশন

মুশফিকের টি২০ তে ফেরার দাবিতে ভক্তদের অনশন

অবসর ভেঙে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মুশফিকুর রহিমের প্রত্যাবর্তনের দাবিতে প্রতীকি অনশন করেছেন তাঁর ভক্তরা।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর গেইটের সামনে অবস্থান করেন তাঁরা।

বুধবার বেলা ১২টা থেকে আবারও অনশন করবেন বলে জানিয়েছেন।

সাজেদুর রহমান নামে এক ভক্ত জানান, মুশফিক তাঁর বন্ধু। তবে অনশনের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়নি। মুশফিক খুবই আবেগপ্রবণ মানুষ। হয়ত সে কারণেই সমালোচনার মুখে অবসরে ঘোষণা দিয়েছেন। সামনে টি২০ বিশ্বকাপ। অবসর যদি নিতেই হয়, তাহলে বিশ্বকাপ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া উচিত।

তিনি আরো বলেন, বুধবার আবারও অনশন করবেন। কারো নজরে পড়তে বা আলোচনা আসতে অনশন করছেন না। মুশফিককে ভালবেসে অনশন করছেন। যারা এসেছেন, তাঁরা সবাই মুশফিককে ভালবাসেন।

RELATED ARTICLES

Most Popular