Tuesday, December 24, 2024
Homeজাতীয়বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র : প্রধানমন্ত্রী

বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বিনিয়োগের জন্য সবচেয়ে উদার রাষ্ট্র বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের অবকাঠামো, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত উচ্চ পর্যায়ের ব্যবসায়িক সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতীয় বিনিয়োগকারীদের অবকাঠামো প্রকল্প, উৎপাদন, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করার অনুরোধ করব। ভারতীয় বিনিয়োগকারীরা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান চাইলে সময় ও খরচ কমিয়ে বাই-ব্যাক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শিল্প স্থাপন করতে পারে। 

RELATED ARTICLES

Most Popular