Saturday, September 21, 2024
Homeজাতীয়নিরাপদ সড়কের দাবিতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলন

নিরাপদ সড়কের দাবিতে বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের আন্দোলন

প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী মৃত্যুর ঘটনায় এবং নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটের একাংশ অবরোধ করে রেখেছে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। এখনো আন্দোলন চলছে।

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

RELATED ARTICLES

Most Popular