Friday, December 27, 2024
Homeরাজনীতিবিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গনঅধিকার পরিষদের শোক

বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গনঅধিকার পরিষদের শোক

বুধবার রাত সাড়ে নয়টায় সাবেক উপপ্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন মৃত্যু বরণ করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

মুক্তিযুদ্ধের সংগঠক,দেশের বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদ এর আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুলহক নুর।

এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তীতূল্য রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।দেশের এই ক্রান্তিলগ্নে শাহ মোয়াজ্জেম হোসেন এর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।

নেতৃদ্বয় শাহ মোয়াজ্জেম হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

Most Popular