Friday, January 24, 2025
Homeঅপরাধ৫ আসামি গ্রেপ্তার: পরীমনি বললেন,‘ভরসা পাচ্ছি, বাঁচতে পারব’

৫ আসামি গ্রেপ্তার: পরীমনি বললেন,‘ভরসা পাচ্ছি, বাঁচতে পারব’

এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।
ঢালিউড অভিনেত্রী পরীমনি এখন টক অব দ্য টাউন। রোববার (১৩ জুন) রাতে বনানীর নিজ বাসায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন অভিনেত্রী। তার আগে নায়িাকার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে মুহূর্তেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ঘটনায় নায়িকা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সংবদামাধ্যমে এমন অভিযোগের পর রাজধানীর বনানীতে তার বাসার সামনে পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়।এদিকে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করা মামলায় সোমবার (১৪ জুন) প্রধান আসামি উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এতে স্বস্তি প্রকাশ করেছেন পরীমনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘এত দ্রুতই প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এখন ভরসা পাচ্ছি। নিশ্চিন্ত হলাম। বাঁচতে পারব। বাকি অভিযুক্ত ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।’

RELATED ARTICLES

Most Popular