Friday, September 13, 2024
Homeজাতীয়অভিযোগ প্রমাণিত না হওয়ায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ ৪ জনকে অব্যাহতি

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ ৪ জনকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা এবং ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালি থানায় করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছে পুলিশ।

উল্লেখ্য,রাজধানীর কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়েছিল।

অপরদিকে,ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ ও একই সংগঠনের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করেছে।

আজ সোমবার (১৪ জুন)মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর ওয়াহিদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে নুরুল হক নুরের সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি তিনি জানেন না।বিস্তারিত জেনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবেন।

নুর বলেন,তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলাই রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত।

 

RELATED ARTICLES

Most Popular