Monday, December 23, 2024
Homeরাজনীতিযৌন সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

যৌন সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

ইডেন মহিলা কলেজসহ দেশের ক্যাম্পাস সমূহের যৌনসন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল করিম আকরামের নেতৃত্বে  বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে শহীদ মিনারে শেষ হয়। মিছিলে ছাত্র আন্দোলনের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এসময় তারা- ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর;  হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই; ছাত্রলীগ ধর্ষণ করে, প্রশাসন কি করে; ক্যাম্পাসে নিরাপত্তা, দিতে হবে দিতে হবে; গুণ্ডা দিয়ে রাজনীতি, চলবে না চলবে না; নারী মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র;

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল করিম আকরাম বলেন, আমরা ক্যাম্পাসের প্রত্যেকটা ঘটনাকে যৌন সন্ত্রাস আখ্যা দিয়ে, যৌন সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল করছি। এই সন্ত্রাসের পেছনে যারা পাহারা দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে তাদের প্রত্যেককে আমরা দায়ী করছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন এই সমস্ত স্লোগানগুলোতে যারা যৌন সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে স্লোগান তুলেছি।

RELATED ARTICLES

Most Popular