Thursday, January 23, 2025
Homeরাজনীতিদেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করছে। মুন্সীগঞ্জে নিজেদের কর্মীকে নিজেরা মেরেছে। এখন তাদের উদ্দেশ্য প্রয়োজনে নিজেদের কর্মীদের নিজেরা মেরে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে বিএনপির বিভাগীয় পর্যায়ে সমাবেশের ডাক দিয়ে প্রস্তুতি সভা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন

হাছান মাহমুদ বলেন, কাগজে দেখলাম বিএনপি বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। আমরা দেখেছি ঢাকা শহরে তারা সমাবেশ করতে গিয়ে লাঠি ও রড নিয়ে সমাবেশে হাজির হয়েছে। আবার লাঠি ও রডের মাথায় জাতীয় পতাকাও বেঁধেছে। জাতীয় পতাকা বেঁধ দিয়ে তারা জাতীয় পতাকার অবমাননা করেছে।

RELATED ARTICLES

Most Popular