Monday, January 27, 2025
Homeধর্মপ্রশ্ন ‘নারায়ে তাকবীর’ এর অর্থ কি?

প্রশ্ন ‘নারায়ে তাকবীর’ এর অর্থ কি?

নারায়ে তাকবীর’ এর মধ্যে ১ম শব্দটি (নারায়ে) উর্দূ। অর্থ: ধ্বনী বা উচ্চ আওয়াজ। আর দ্বিতীয় শব্দটি (তাকবীর) আরবি। অর্থ: আল্লাহর বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব।

সুতরাং নারায়ে তাকবীর অর্থ হলো, তোমরা উচ্চ আওয়াজে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও।

> কোথাও কোথাও বলতে শুনা যায়, ‘লিল্লাহে তাকবীর; অর্থাৎ আল্লাহর জন্য তাকবীর বা বড়ত্বের ঘোষণা।

> কোথাও কোথাও কেবল বলা হয় ‘তাকবীর।’

এ শব্দগুলোতে যেহেতু শরীয়া বিরোধী কিছু নেই সুতরাং তা বলতেও কোনো দোষ নেই। ইনশাআল্লাহ! আল্লাহু আলাম।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।।

RELATED ARTICLES

Most Popular