Wednesday, December 25, 2024
Homeজাতীয়রসিকে পূনরায় জাপার মনোনয়ন পেলেন মোস্তাফিজ

রসিকে পূনরায় জাপার মনোনয়ন পেলেন মোস্তাফিজ

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের পক্ষে মহাসচিব মজিবুল হক চুন্নু তাকে মনোনয়ন দেন।

মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে পার্টির ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম ইয়াসিরও মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন পেয়ে দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আগের যেকোনো সময়ের চেয়ে রংপুরে জাতীয় পার্টি এখন অনেক বেশি সুসংগঠিত। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। আশা করছি, যদি ভোটের পরিবেশ নষ্ট না করা হয়, প্রশাসন নিরপেক্ষ হয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন, তাহলে বিজয় আমাদের শতভাগ নিশ্চিত। রংপুরকে স্বপ্নের নগরী গড়তে জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা চেয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular