Wednesday, January 22, 2025
Homeরাজনীতিমালয়েশয়ার নতুন প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মালয়েশয়ার নতুন প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার দুপুরে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া। সম্প্রতি সাধারণ নির্বাচনের পর মালয়েশিয়ার সম্মানিত রাজা কর্তৃক জনাব Anwar Ibrahim কে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রীকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।

আল্লাহ রাব্বুল-আলামীন তাঁকে সুস্থ জীবন এবং জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। তাঁর নেতৃত্বে মালয়েশিয়া স্থিতিশীল ও জনকল্যাণমূলক শাসন এবং উন্নতি ও অগ্রগতির দিকে এগিয়ে যাক এ প্রত্যাশা ব্যক্ত করছি। তিনি যেন সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ একটি মালয়েশিয়া গঠন করতে পারেন আল্লাহ তা’য়ালা তাঁকে সেই তাওফিক দান করুন।

অস্থির এ বিশ্বে তাঁর নেতৃত্বে বেইনসাফ-জুলুমের অবসান এবং বিশ্ব রাজনীতিতে স্থিতিশীলতা অর্জনে কার্যকর ভূমিকা পালন করতে পারে মহান আল্লাহ তাঁকে এমনটি সাহায্য করুন, আমীন।

RELATED ARTICLES

Most Popular