Monday, December 23, 2024
Homeদূর পরবাসকাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলী আহমদ

কাতার প্রবাসী অধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলী আহমদ

শুক্রবার কাতারের সানাইয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সদস্য সচিব প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা নুরুলহক নুর ।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী অধিকার পরিষদ এর নেতা-কর্মীদের ঐক্যমতের ভিত্তিতে শফিকুল ইসলাম শফিককে সভাপতি ও আলী আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা নুরুলহক নুর।শফিকুল ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও আলী আহমদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কৃতি সন্তান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন,”আপনার জানেন দেশে বর্তমানে এক ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক সংকট চলছে।দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে দুর্ভোগ।মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।ভিন্নমতের রাজনীতির কারণে মানুষের উপর হামলা,হামলা,গুম,খুন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এভাবে দেশ চলতে পারে না,তাই দেশ বাঁচাতে,মানুষ প্রবাসীদের ভুমিকা নিতে হবে।দলমত,ভেদাভেদের উর্ধ্বে থেকে প্রবাসীদের দেশের উন্নয়নে কাজ করতে হবে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক নুর আলম আকাশের সঞ্চালনায় সভাপতিত্বে করেন শফিকুল ইসলাম।উপস্থিতি ছিলেন প্রবাসী অধিকার পরিষদের নেতা-কর্মীসহ সাধারণ প্রবাসীরা।

RELATED ARTICLES

Most Popular