Thursday, January 23, 2025
HomeUncategorizedযশোরে ২৭ বোতল মাদকসহ গ্রেফতার এক মাদকবাহী

যশোরে ২৭ বোতল মাদকসহ গ্রেফতার এক মাদকবাহী

যশোরে ২৭ বোতল মাদকসহ গ্রেফতার এক মাদকবাহী

বিশেষ প্রতিনিধি, যশোর : যশোর জেলার কোতোয়ালি মডেল থানার গোয়েন্দা শাখার (ডিবি) ০১টি সফল অভিযানে ২৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ গ্রেফতার হয়েছে মো. দবির উদ্দিন নামের এক মাদকবাহী।

২৯ মে ২০২৩ সোমবার ডিবি যশোরের এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষ, ও সঙ্গিয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন খবরের ভিত্তিতে ২৯ মে ২০২৩ সোমবার আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন নিউমার্কেট বাসষ্ট্যান্ড শাহাজানের জামতলা সাদেক মিষ্টি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালান। মোঃ দবির উদ্দিন(৩৫) নামে এক ব্যক্তি ২৭ বোতল নিষিদ্ধ ফেনসিডিল বহন করছিলেন। তার দেহ তল্লাসির পর তা সামনে আসে। গ্রেফতার হওয়া দবির উদ্দিন জগহাটি ( স্কুল পাড়ার) সিরাজ মোল্লা ও লালবানুর ছেলে।

উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য প্রায় ৮১,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

 

নবদূত /২৯/৫/২৩

RELATED ARTICLES

Most Popular