সোজা রাস্তা
চারণ কবি বাবুল আহমেদ তরফদার
যাবো কোথায় খাবো কি
জ্বলছি যন্ত্রণায়,
আয়ের চেয়ে ব্যয় বেশি
বাঁচা হলো দায়।
নুন আনতে পন্তা ফুরায়
বউতি দেয় গালি,
ঋনের বোঝা বাড়ছে শুধু
হাত হচ্ছে খালি।
কিস্তিদার বাড়িতে সকালে
চায় এসে কিস্তি
বউ কয় খড়িনেই, চাল আনো
নেও বাজারের লিষ্টটি।
আজরাইলের হাত থেকে মানুষ
হয়তো বাঁচতে চায়,
আমার কিন্তু বাঁচার ফাঁক
নেই সেই কায়দায়।
বউ করে নাই নাই
ছেলে মেয়ে করে খাই খাই,
আমি বল কোথায় যাই
পালাবার বুঝি জাগা নাই
মরণ হলেও বেঁচে যাই।