ঢাকায় বিভিন্ন ক্লাব এবং মদ ও জুয়া নিয়ে অনির্ধারিত আলোচনায় উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ।বৃহস্পতিবার(১৭জুন)সকালে বৈঠকের শুরুতে এই অনির্ধারিত আলোচনায় বিরোধীদলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, ক্লাবগুলোর কর্মকাণ্ডের ওপর সরকারের কোন নজরদারি না থাকায় বিভিন্ন সময় বিশৃঙ্খলার নানা অভিযোগ উঠছে।
সংসদে বিরোদী দলীয় সংসদ সদস্যরা সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ক্লাবের সদস্য হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।আলোচনায় অংশগ্রহনকারী সংসদ সদস্যরা বলেন,সরকারি কর্মকর্তারা কীভাবে এসব ক্লাবের সদস্য হন? এত টাকা কোথা থেকে আসে?
উল্লেখ্য,সম্প্রতি ঢাকার বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণের চেষ্টার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনার সূত্র ধরে বিভিন্ন ক্লাব এবং মদ ও জুয়ার বিষয়টি আবার ও সামনে এসেছে।আলোচিত এই বোট ক্লাবের সভাপতি পুলিশের আইজি বেনজির আহমেদ।