Saturday, September 21, 2024
Homeঅপরাধযশোরে ডেভিল ব্রেথের সাহায্যে প্রতারণার শিকার একটি পরিবার!

যশোরে ডেভিল ব্রেথের সাহায্যে প্রতারণার শিকার একটি পরিবার!

যশোরে ডেভিল ব্রেথের সাহায্যে প্রতারণার শিকার একটি পরিবার!

বিশেষ প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামে এক বাড়ি থেকে দিনে দূপুরে চোখের সামনেই প্রতারণা করে নিয়ে  গেলো গহণা।  ৩০ মে ২০২৩ মঙ্গলবার আনুমানিক সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামের প্রবাসী জাফর বিশ্বাসের মেয়ে শারমিন আক্তার সিংগাড়ী মডেল কলেজের এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিনের মত সকালের নাস্তা শেষে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। সে ব্যাচের কোচিং শেষ করে সিংগাড়ী বাজার থেকে তার ছোট বোনের জন্য বই কিনে বাড়িতে ফেরে, সঙ্গে এক অপরিচিত লোক বয়স আনুমানিক ৫৫ বছর। অপরিচিতের মটর বাইকে চড়ে তার বাড়িতে ফেরা। জাফর বিশ্বাসের স্ত্রী অর্থাৎ শারমিন আক্তারের মা অবাক হয়। কিছুক্ষণ পর ধুর্ত চোর তাকে বলে, সে তার ছেলের জন্য তার মেয়েকে পছন্দ করেছে পুত্রবধু করবে বলে। আচারণে কোনো সন্দেহ হয়নি কারোই।শারমিন আক্তারকে বারবার মা বলেই সম্বোধন করেছে লোকটা। শারমিনের মায়ের ভাষ্যমতে, লোকটি তার প্রবাসী স্বামী জাফর বিশ্বাসের সাথেও মোবাইলে কথা বলে। অপরিচিত লোকটি বলে, তার ছেলে এবং ছেলের মা আসছে তাদের বাড়িতে মেয়েটিকে দেখার জন্য, তাই তাদেরকে প্রস্তুত হতে। প্রস্তুতি চলছে তারই সুবাদে লুকিয়ে রাখা গহণা বের করে তা পরার নির্দেশনা দেয় অপরিচিত লোকটি। অবলীলায় তার নির্দেশ পালন করতে থাকে মেয়েটি। হঠাৎ করে মেয়েটি বুঝতে পারে লোকটি তার গহণা নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছে এবং তার মাকে বলে, মা লোকটি আমার সকল গহণা নিয়ে চলে গেল। তার মায়ের চিৎকারে আশেপাশের লোক দৌড়ে আসলেও গতিতে মটরবাইক হাকিয়ে পালিয়ে যায় লোকটি। কিছুক্ষণ পরে বোঝা যায় মেয়েটি ডেভিল ব্রেথ বা শয়তানের নিঃশ্বাসের শিকার। মেয়েটিকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেন। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ তাদের পরিবারের সাথে দেখা করেন এবং শারমিন আক্তারের অবস্থার খোজ খবর নেন।এবং সকল প্রকার আইনী সহোযোগিতার আশ্বাস দেন। তবে জনমনে প্রশ্ন ডেবিল ব্রেথের উৎস কোথায়?

 

নবদূত /৩০/৫/২৩

RELATED ARTICLES

Most Popular