Saturday, September 21, 2024
Homeসাহিত্যকবিতাকবিতা : ধর্ম - বিলাল মাহিনী

কবিতা : ধর্ম – বিলাল মাহিনী

ধর্ম
বিলাল মাহিনী

ধর্ম’র মর্ম, বিশ্বাস আর আশ্বাস
ধর্ম মানে না যুক্তি
আবার ধর্মেই মেলে মুক্তি
ধর্মে-
পায়ের মাপে জুতো হয় না
জুতোর মাপে পা কাটতে হয়,
লোকে বলে- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর
বিশ্বাসীরা জানে শুধু বিশ্বাসেতে জয়

সমাজ বিজ্ঞান প্রযুক্তি নবসৃষ্টি আবিষ্কার
মুক্তচিন্তা দর্শন সবকিছুই ধর্মের চোখে অসার ভ্যালুলেস
এখানে বিশ্বাসটাই মূল,
যতোই মারো গালি-
ধর্মের ছিড়বে না এক চুল!

গো গোস্ত নিষিদ্ধ কেনো?
গো মুত্র পবিত্র কেনো
মা দুর্গা-কালীর দেহ ও লজ্জাস্থান অনাবৃত কেনো
তেত্রিশ কোটি দেবতা কেনো
মাটির প্রতিমাকে পূজো কেনো?
এর কোনো কেনো’র জবাব দিতে বাধ্য নয় ধর্ম
এটাই ধর্মের মর্ম

অধিকন্তু, এগুলো অবিশ্বাসকারী আর থাকে না ধর্মী,
হয়ে যায় নিধর্মী বা ধর্মদ্রোহী!

একইভাবে আল্লাহ কোথায়?
দেখতে কেমন
সুদ শুকর বাদ্য কেনো হারাম
স্বর্গ নরক কোথায় কেমন
নবীর তেরো বিয়ে কেনো
জ্বীন-ফেরেশতার জগৎ কেমন
হুর-নূরের হিসেব কতো?
এমন হাজার কেনো’র কোনো উত্তর খুঁজতে গেলে,
তার ঈমান যাবে চলে!

বিশ্বাসটা অনেক দামী ঈমানদারের কাছে
তুমি যতোই দাও না আড়ি সামনে কিবা পিছে।

ধর্ম নিয়ে বিতর্ক নয়
ধর্ম থাকুক প্রাণে,
নিধর্মী আর ধর্মী যা হই
এসো- হাতটা বাড়াই ত্রাণে।

৩১/৫/২৩

RELATED ARTICLES

Most Popular