উষ্ণতার ঘ্রাণ
বিলাল মাহিনী
মাচার নিচ থেকে পাকা আমের ঘ্রাণ আসছে
বাতাসে কাঁঠাল পাকার মিষ্টি গন্ধ
ভরা দুপুরে হৃদয়ে বাজে বকুলের ছন্দ
নীলাভ আসমানে রূপালি চাঁদ
নির্ঘুম রাত জাগায় বিদ্যুতের ফাঁদ।
দিবানিশি ঘাম ঝরছে বাতাসের গা বেয়ে
সাগর শুকিয়ে যাচ্ছে
নদী মরে যাচ্ছে
খাল-বিলে মরছে জলজ প্রাণী
কয়লার অভাবে উৎপাদন হারিয়েছে বিদ্যুৎবৃক্ষ
এখন রাত জেগে জোছনা ভেজা প্রেম দেখি দূরের ছাদে
তাপদাহে এলার্জি বাড়ে পোয়াতির
বার বার গা ভিজায় হাঁস-শালিকের দল
নাকাল শিশু কিশোরের প্রাণ যায় যায়
হাসপাতাল চেম্বারে বেড়েছে ভিড়
সবুজ অরণ্য পুড়ছে খরার জ্বরে
স্বস্থির বৃষ্টি আসবে কবে
শীতলতায় ভরে দেবে প্রাণ
চৌচির মাঠঘাট কালো রাজপথ
সহে না অসহ্য রোদ্রের ঘ্রাণ।
০৬/০৬/২৩